২ হাজার টাকার নোট বদলে আরও একদফা সুযোগ দিতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই-এর তরফে জানানো হয়েছে, এবার পোস্ট অফিস -এর মাধ্যমে পরিবর্তন করা যাবে এই নোট। ফলে রিজার্ভ লাইনে নোট বদলের ঝক্কি থেকে কিছুটা রেহাই পাবেন জনতা।

রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ২০০০ টাকার নোট বদলাতে নাগরিকদের একটি ফর্ম ফিলাপ করতে হবে। যা রিজার্ভ ব্যাংকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ফর্ম পূরণ করে পোস্ট অফিসের মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্কে পাঠাতে হবে। যে কোনও পোস্ট অফিসেই এই সুবিধা পাওয়া যাবে। এভাবে সর্বাধিক ২০হাজার টাকা পর্যন্ত ২ হাজারের নোট বদল করা যাবে। উল্লেখ্য, সাম্প্রতিক সময় ২০০০ টাকার নোট বদলের জন্য ব্যাপক লাইন দেখা গিয়েছে রিজার্ভ ব্যাংকের। এই পরিস্থিতি এড়াতে কেন্দ্রীয় ব্যাংকের তরফে নেওয়া হয়েছে পোস্ট অফিসের মাধ্যমে নোট বদলের পদক্ষেপ।










































































































































