আবহাওয়ার খামখেয়ালিপোনায় নতুন বছরের প্রথম রবিবার কিছুটা হলেও ব্যাকফুটে শীত। সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকেছে কলকাতা (Kolkata) সহ শহরতলির আকাশ। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সোয়েটার- চাদরে অস্বস্তি বাড়ছে। আজ রাজ্যের একটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও দক্ষিণবঙ্গে এর কোনও প্রভাব পড়বে না বলেই মনে করছেন হাওয়া অফিসের (Weather Department) কর্তারা।


রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছে ১৬.৭ ডিগ্রিতে। আজ শহরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিংয়ের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বাকি সর্বত্রই পরিষ্কার আকাশ থাকবে। আগামী বুধবার থেকে ফের জাঁকিয়ে শীত উপভোগ করতে পারবেন বাঙালি।






































































































































