হাওড়া স্টেশনে সংস্কারের কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন!

0
1

নতুন বছরেও ট্রেন দুর্ভোগের ছবিটা এতটুকু বদলালো না। শিয়ালদহ শাখার পর এবার হাওড়া (Howrah ) শাখাতেও এক গুচ্ছ ট্রেন বাতিলের কথা জানাল পূর্ব রেল কর্তৃপক্ষ (Eastern Railway)। কখনও রেল ট্র্যাকের রক্ষাণাবেক্ষণ, কখনও ওভারহেডের কাজ তো কখনও সাবওয়ের কাজ, নানা কারণে বিগত কয়েক মাসে লাগাতার ট্রেন বাতিল হয়েছে হাওড়া-শিয়ালদহের মতো স্টেশনে। এবার জানুয়ারির তৃতীয় সপ্তাহে ভোগান্তির মুখে পড়তে চলেছেন হাওড়া শাখার ট্রেন যাত্রীরা।

রেল সূত্রে খবর হাওড়া স্টেশনের ১৫ নম্বর প্লাটফর্মে সংস্কারের কাজ চলবে। সেই কারণে বেশকিছু ট্রেন বাতিল করা হবে।২১ জানুয়ারি হাওড়ার ওল্ড কমপ্লেক্সে পাওয়ার ব্লক থাকবে। তাই মেচেদা- পাঁশকুড়া শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। পাঁশকুড়া, মেচেদা, সাঁতরাগাছি লাইনেই সব থেকে বেশি এর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।