কেকেআরের স্বস্তি, মুজিবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল আফগান ক্রিকেট বোর্ড

0
1

সামনেই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ ভারতীয় দল। ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু হওয়ার আগে মুজিব উর রহমানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। মনে করা হচ্ছে, তাঁর আইপিএল-এ খেলতেও আর কোনও বাধা রইল না। ফলে আফগানদের দল দেখে হাসি ফুটে উঠেছে কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের মধ্যে।

কিছুদিন আগেই মুজিব সহ তিন আফগান ক্রিকেটারকে বিদেশে ক্রিকেট লিগ খেলতে নিষেধ করে দিয়েছিল আফগান ক্রিকেট সংস্থা। জাতীয় দলের হয়ে না খেলে গোটা বিশ্বজুড়ে টি-২০ লিগ খেলার দিকে ঝুঁকে পড়ছেন ক্রিকেটাররা। এই কারণ দেখিয়ে মুজিব ও আরও দুই ক্রিকেটারকে ২ বছরের নির্বাসন দেয় আফগান ক্রিকেট সংস্থা। এর ফলে সুযোগ পেলেও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলতে পারেননি তিনি। এর ফলে তিনি আইপিএল-এ খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়।এরপরে তিন ক্রিকেটারই জাতীয় দলের হয়ে খেলতে চেয়ে আবেদন করেন দেশের ক্রিকেট সংস্থার কাছে। সেই আবেদন মেনে নিয়েই মুজিবকে দলে ফেরাল আফগানিস্তান। আশা করা যায়, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের শর্ত মেনে নেওয়ায় তাঁকে ফের আইপিএল-এ খেলতে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

১ কোটি টাকা দিয়ে কেকেআর মুজিবকে সই করিয়েছিল। কেকেআর-এর বোলিং-এর অন্যতম ভরসা তিনি। মুজিব নাও খেলতে পারেন তা বুঝতে পেরে বিকল্প ক্রিকেটারের খোঁজ শুরু করে দিয়েছিল শাহরুখ খানের দল। তবে বোর্ডের শর্ত মেনে জাতীয় দলে ফিরে আসায় মনে করা হচ্ছে, আইপিএল-এ কেকেআর-এর হয়েও খেলতে দেখা যাবে মুজিবকে।

আরও পড়ুন-টি-২০ বিশ্বকাপে বিরাট-রোহিতকে নিয়ে কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?