Bangladesh Election: ভোট দিলেন তারকাপ্রার্থী শাকিব আল হাসান ও অভিনেতা ফিরদৌস

0
3

আজ সকাল থেকেই বাংলাদেশের (Bangladesh) ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। সকাল আটটা নাগাদ ভোট দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বারের নির্বাচনে নজরে থাকছেন একগুচ্ছ তারকা প্রার্থীরা। সেই তালিকায় রয়েছেন ক্রিকেটার শাকিব আল হাসান (Shakib Al Hasan)। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে (Bangladesh Parliament Election) মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তিনি। ভোট দিয়েই জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।

আজ সকাল ৮ টা নাগাদ মাগুরা পুরসভার ৮ নং ওয়ার্ডের দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন শাকিব। জানান, নির্বাচনে জয় যুক্ত হয়ে আগামী পাঁচ বছর জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার ব্যাপারে যথেষ্ট আশাবাদী তিনি।

অপর তারকা প্রার্থী বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা ফিরদৌস আহমেদ আওয়ামী লীগের টিকিটে এ বছর প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিছুক্ষণ আগে ভোট দিলেন তিনিও। ঢাকা-১০ আসনের নৌকা মার্কায় আওয়ামী লীগের প্রার্থী ফিরদৌস।