প্রতিবারের মতো এছরও গঙ্গাসাগর (Gangasagr) মেলার প্রস্তুতি দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, বেলা একটা নাগাদ হেলিকপ্টারে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। রবিবার, সেই হেলিপ্যাড ঘুরে দেখেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা-সহ প্রশাসনের আধিকারিকরা। প্রশাসনিক নিরাপত্তা নিয়ে একাধিক বৈঠকও হয়।
সোমবার, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে লট নম্বর এইট, কচু বেড়িয়া-সহ গঙ্গাসাগরের মেইন রাস্তায় প্রচুর পুলিশ মোতায়ন থাকছে। গঙ্গাসাগর মেলা গ্রাউন্ডেও থাকছেন পুলিশ আধিকারিক-সহ পুলিশ কর্মীরা। গঙ্গাসাগর মেলা ঘিরে কঠোর নিরাপত্তায় বলয়ে মুড়ে ফেলা হয়েছে। সূত্রের খবর, গঙ্গাসাগর পাঁচ নম্বর রাস্তার পাশে হেলিপ্যাডে নামবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। গঙ্গাসাগর প্রাঙ্গণ ঘুরে দেখবেন। এর পরে কপিলমুণি মন্দিরে পুজো দেওয়ার কথা আছে তাঁর। পুণ্যার্থীদের জন্য গঙ্গাসাগর মেলা মাঠে কী ব্যবস্থা হয়েছে তা ঘুরে দেখবেন।
পাশাপাশি, সুন্দরবন এলাকার বেশ কিছু সেতু উদ্বোধন করবেন। গঙ্গাসাগরে জল মিশনেরও উদ্বোধনের অনুষ্ঠান করার কথা আছে। গঙ্গাসাগরে রাতে থেকে পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকাল ৯টায় জয়নগরের উদ্দেশে রওনা হবেন। জয়নগরে একাধিক প্রকল্পের উদ্বোধনের করার কথা আছে।