ভরা আদালতে আচমকাই মৃ.ত্যুর আবেদন জেট এয়ারওয়েজের প্রাক্তন কর্ণধারের, কেন জানেন?

0
1

সমস্ত আশাই নাকি হারিয়ে ফেলেছিলেন, এর চেয়ে জেলে মৃত্যু হওয়াই শ্রেষ্ঠ। ভরা আদালতে বিচারককে এমনটাই জানালেন জেট এয়ারওয়েজের (Jet Airways) প্রতিষ্ঠাতা নরেশ গয়াল (Naresh Goyal)। আর্থিক তছরুপের মামলা সত্তরোর্ধ্ব নরেশকে শনিবার হাজির করানো হয়েছিল মুম্বাইয়ের একটি বিশেষ আদালতে (Mumbai Special Court)। আর সেখানেই ভরা আদালতে জামিনের আবেদন করে তিনি বলেন, সমস্ত আশা হারিয়েছেন তিনি। এর চেয়ে জেলে মৃত্যু হওয়াই অনেক ভালো।

এদিন শুনানি সবেমাত্র শেষ হয়েছে, তখন থর থর করে কাঁপছিল শরীর। তার আগে বিচারকের কাছে চেয়ে নিলেন ব্যক্তিগত সময়। পাশাপাশি আদালতে কান্নায় ভেঙে পড়ে বিচারককে নরেশ জানান, বর্তমানে তাঁর যা অবস্থা, এর থেকে জেলে মরে যাওয়াই ভাল। আদালতে জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা আরও জানিয়েছেন, তাঁর স্ত্রী অনিতার শারীরিক অবস্থা সঙ্কটজনক। ক্যানসারের ‘অ্যাডভান্সড স্টেজ’। স্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে তিনি খুব উদ্বিগ্ন। তাই সামগ্রিক দিক বিবেচনা করে তাঁকে জামিন দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। তবে আদালতের রেকর্ড অনুযায়ী, যে কয়েক মিনিট ব্যক্তিগত সময় চেয়েছিলেন নরেশ, সেই সময়ে তিনি নিজের পরিস্থিতি এবং স্ত্রীর শারীরিক অবস্থার প্রসঙ্গ তুলে ধরেন। ওই সময়ই, জেলে মৃত্যুর কথা বলেন জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা। নরেশ আদালতে আরও জানান, তাঁর মেয়েও অসুস্থ। জেলের কর্মীরা তাঁকে ঠিক মতো সহযোগিতা করছেন না বলেও অভিযোগ করেন তিনি।

আদালতের রেকর্ড অনুযায়ী, নরেশের প্রস্রাবের সমস্যা রয়েছে। মাঝেমধ্যে প্রস্রাবের সঙ্গে রক্ত পড়ে। হাঁটুর সমস্যার জন্য ঠিক মতো দাঁড়াতে পারেন না। আদালতে নরেশ জানান, তাঁর স্বাস্থ্যও সঙ্কটজনক। কিন্তু তা সত্ত্বেও তাঁকে হাসপাতালে ভর্তি করানো হচ্ছে না। প্রসঙ্গত, ৫২৮ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেফতার হন নরেশ। গত বছরের ১ সেপ্টেম্বর তাঁকে ব্যাঙ্ক প্রতারণার মামলায় গ্রেফতার করা হয়। সেই থেকেই তিনি আর্থার রোড জেলে বন্দি।২০২২ সালের নভেম্বরে নরেশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন কানাড়া ব্যাঙ্ক কর্তৃপক্ষ। প্রতারণা এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় নরেশ, তাঁর স্ত্রী অনিতা এবং গৌরাঙ্গ শেট্টি নামে এক ব্যক্তির বিরুদ্ধে।