উদয়পুরের বিলাসবহুল রিসর্টে ইরা-নূপুরের স্যোশাল ম্যারেজ!

0
1

প্রেমিক নূপুর শিখরের (Nupur Sikhar) সঙ্গে আইনি বিয়ে সেরে নতুন বছরেই জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেছেন আমির কন্যা ইরা খান (Ira Khan)। গত ৩ জানুয়ারি মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে ঘনিষ্ঠ বৃত্তে চার হাত এক হয়েছে। এ বার সাবেকি রীতিতে বিয়ের পালা। সেই জন্যই মরু রাজ্যে পা রেখেছেন নব দম্পতি। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে আগামী তিনদিন ধরে উদয়পুরের তাজ আরাবল্লী রিসর্টে অনুষ্ঠিত হতে চলেছে ইরা ও নূপুরের বিয়ের অনুষ্ঠান(Wedding Programme of Ira Khan and Nupur Sikhar)।

আমির কন্যার বিয়েতে চমক দিয়েছিলেন বর। যোগিংয়ের পোশাক পড়ে এসে আইনি বিয়ে সেরেছিলেন নূপুর। আর পাঁচ জনের থেকে তাঁদের বিয়ের অনুষ্ঠানের চেয়ে আলাদা, সে কথার প্রমাণ উদয়পুরেও মিলল। বিয়ের অনুষ্ঠানের আগে সুইমিং পুলের ধারে শরীরচর্চা করেই সময় কাটালেন নবদম্পতি ও তাঁদের বন্ধুরা। এবার সাবেকি রীতি মেনে গায়েহলুদ থেকে মেহেন্দি, সঙ্গীত— সবই করবেন ইরা ও নূপুর। একে অপরের হাত ধরে একেবারে সনাতনী স্টাইলে সাত পাক ঘোরারও নাকি পরিকল্পনা নাকি রয়েছে তাঁদের। মরুরাজ্যে হাইপ্রোফাইল অনুষ্ঠানে আমন্ত্রিত তালিকায় রয়েছেন শাহরুখ খান, সলমন খান, অমিতাভ বচ্চনও। ইতিমধ্যেই ওই হোটেলের ১৭৬ টি রুম বুক করা হয়েছে বলে খবর। আগামী ১৩ জানুয়ারি নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে ইরা ও নূপুরের রিসেপশন।