বক্স অফিসে নিজের দাপট দেখিয়ে তেইশের শেষ লগ্ন থেকেই খবরের শিরোনামে রণবীর কাপুর (Ranbir Kapoor)। ‘অ্যানিমাল’ (Animal) এই এই মুহূর্তে ঋষিপুত্রের কেরিয়ারের অন্যতম বড় হিট। প্রায় নশো কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ছবি। তাই ‘অ্যানিমাল’ সিনেমার সাকসেস পার্টিতে উজ্জ্বল উপস্থিতি সস্ত্রীক রণবীরের। সঙ্গে অবশ্য তাঁর মা এবং শ্বশুরও ছিলেন। কিন্তু রশ্মিকা (Rashmika Mandana) আসতেই আলিয়াকে ছেড়ে অনস্ক্রিন নায়িকাকে কাছে টেনে নিলেন নায়ক, আর তারপর..আদরের চুম্বন!


রণবীর ও রশ্মিকার রোম্যান্স এই মুহূর্তে বলিউডের চর্চার অন্যতম বিষয়। সিনেমাতে দক্ষিণের অভিনেত্রী সেরকম কিছু করার না থাকলেও, RK-এর সঙ্গে তাঁর কেমিস্ট্রি দেখতে বেশ মিষ্টি লেগেছে। সাকসেস পার্টিতেও সেই সমীকরণ দেখা গেল। দুজনের ঘনিষ্ঠ মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। পার্টিতে নজর কাড়লেন তৃপ্তি দিমরিও। এছাড়াও ছিলেন অনিল কাপুর, ববি দেওল, প্রেম চোপড়া, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডি’স্যুজা, প্রেম চোপড়া সহ আরও অনেকে।



 
 
 
 

































































































































