আজ ‘ইনসাফ যাত্রা’র নামে ব্রিগেডে (Brigade Parade Ground) বামেদের শক্তি পরীক্ষা। গত বিধানসভায় (Assembly) শূন্য হওয়ার পরে হারানো জমি পুনরুদ্ধার করতে লাল ঝান্ডা কতটা ম্যাজিক দেখাতে পারবে তাই নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল। ৫০ দিনের ইনসাফ যাত্রা শেষে আজ রবিবার বামেদের ব্রিগেড সমাবেশ। আয়োজনে সিপিএমের যুব সংগঠন DYFI। ভোট বাক্স ভরাতে ব্যর্থ বামেদের কাছে আজকের সভা কার্যত নিজেদের অস্তিত্ব ফিরে পাওয়ার মঞ্চ। কিন্তু সাধারণ মানুষের আস্থা ফিরবে কি, প্রশ্ন সেটাই।


কলকাতার ৭টি জায়গা থেকে আজ মিছিল আসার কথা রয়েছে। গতকাল ব্রিগেড পরিদর্শন করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায় (Meenakshi Mukherjee)। এই ব্রিগেডের জন্য ক্রাউড ফান্ডিংয়ের ব্যবস্থা করা হয়েছিল বলে বামেদের তরফে দাবি করা হয়েছে। ১৬ বছর পর ফের ‘ব্রিগেড চলো’র ডাক দিয়েছে DYFI।শিয়ালদহ, হাওড়া, উত্তর ২৪ পরগনা, নদিয়া, বর্ধমান ও মুর্শিদাবাদ থেকে মিছিল আসবে বলে জানা যাচ্ছে। আজ ব্রিগেডের মূল মুখ মীনাক্ষী হলেও বক্তা হিসাবে থাকবেন মহম্মদ সেলিম, আভাস রায় চৌধুরী, কলতান দাশগুপ্ত, ধ্রুবজ্যোতি সাহারা।ভিক্টোরিয়া হাউসের দিকে মুখ করে যে মূল মঞ্চ তৈরি হয়েছে তা আকারে ৩২ ফুট/ ২৪ ফুটের। দু’টো ভাগে মঞ্চটাকে ভাগ করা হয়েছে। মঞ্চের ডান দিকে এবং বাঁদিকে ৪০ ফুট/৪০ ফুটের দু’টো আলাদা মঞ্চ থাকছে।






































































































































