বামের সমাবেশে লালের দেখা নেই, শহরের রাস্তায় পিকনিক পার্টির ভিড়

0
1

২০০৮ সালের পর ২০২৪, ফের সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশ। “ক্যাপ্টেন” মিনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে তারুণ্যের জয়গান গাইতে গিয়ে কার্যত মুখ থুবড়ে পড়ল বামেরা। সমাবেশ শুরুর আগে শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় পায়ে হেঁটে মিছিল নেই, হাতে গোনা কিছু ফাঁকা বাস ও চারচাকা লালঝান্ডা ছাড়া আর কিছুই চোখে পড়েনি। ব্রিগেড বা ধর্মতলায় যে কোনও রাজনৈতিক দলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা করিডোর হলো এসএন ব্যানার্জি ক্রসিং। কারণ এই রাস্তা দিয়েই শিয়ালদহ সহ উত্তর কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, ইএম বাইপাস থেকে একের পর এক মিছিল অতীতে আমরা যেতে দেখেছি। সেটা বাম, বিজেপি হোক কিংবা তৃণমূল। কিন্তু এবার বামেদের মিছিলে একেবারে পৃথক ছবি। শহরের অন্যান্য রাস্তাও ছুটির দিনের মেজাজে ছিল।

দুপুর বারোটা পর্যন্ত বামেদের সমাবেশে শহরের বুকে লালের দেখা নেই। রবিবারের রাজপথে পিকনিক পার্টির ভিড় তার চেয়ে ঢের বেশি। ডিওয়াইএফআই-এর সমাবেশের জন্য রাস্তায় যথেষ্ট পুলিশ মোতায়েন ছিল, কিন্তু সেই অর্থে তাঁদের ভিড় সামলাতে কোনওরকম নাজেহাল হওয়ার অবস্থা বা ব্যস্ততা ছিল না। এই শক্তি নিয়ে যে ব্রিগেডের মতো সুবিশাল ময়দান প্রকৃত অর্থেই গড়ের মাঠের চেহারায় ছিল বাম যুব সংগঠনের সমাবেশে।