হুঁকোয় টান ধোনির, ভাইরাল ভিডিও, কী বলছেন নেটিজেনরা?

0
1

হুক্কা হাতে মহেন্দ্র সিং ধোনি। দিলেন হুঁকোয় টান। একটি অনুষ্ঠানে এমনভাবেই দেখা গেল ভারতের প্রাক্তন অধিনায়ককে। ধোনির এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা ঘিরে তৈরি হয়েছে বিস্ময়। অসংখ্য তরুণ ক্রিকেটারের আদর্শ বিশ্বকাপজয়ী অধিনায়ক। তাই তার এই আচরণ সমর্থন করতে পারেননি ক্রিকেটপ্রেমীদের একাংশ।

ক্রিকেটারদের ধূমপান নতুন কোনও ঘটনায় নয়।বহু ক্রিকেটারেরই তামাক সেবনের প্রতি আসক্তির কথা শোনা যায়। ধোনির ক্ষেত্রে অবশ্য এমন দেখা যায়নি কখনও। তাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ঘিরে তৈরি হয়েছে বিস্ময়।সম্প্রতি একটি অনুষ্ঠানে চেন্নাইয়ের অধিনায়ককে হুঁকোয় টান দিতে দেখা গিয়েছে। ধোনির ধূমপানের ভিডিও প্রকাশ্যে আসতে ক্রিকেটপ্রেমীদের একাংশ সমালোচনা করেছেন। তাঁদের মতে, ধোনি অসংখ্য তরুণ ক্রিকেটারের আদর্শ। তাঁকে তারা অনুসরণ করে। ধোনিকে দেখে অনেকে ক্রিকেট খেলতেও শুরু করেছে। দেশের যুবসমাজে ধোনির যথেষ্ট প্রভাব রয়েছে। তাঁর ধূমপানের ভিডিও ভুল বার্তা দেবে ভক্ত, অনুগামীদের। কারণ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। যদিও অনেকে ধোনির হুঁকোয় টান দেওয়ায় অন্যায় দেখছেন না। তাঁদের বক্তব্য, মাঝে মধ্যে শখ করে অনেকেই হুঁকোয় টান দেন।

ফিটনেস নিয়ে সব সময় সতর্ক থাকেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএল খেলেন ধোনি। গতবার তাঁর নেতৃত্বেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। আগামী আইপিএলেও সিএসকেকে নেতৃত্ব দেবেন তিনি।

আরও পড়ুন-ইস্টবেঙ্গলে রিয়েল-বার্সার ফুটবলার, লাল হলুদের ষষ্ঠ বিদেশি কে?