তৃণমূলে কোথাও কোনও দ্বন্দ্বের জায়গা নেই: নবীন-প্রবীণ নিয়ে আগের অবস্থানে অনড় অভিষেক

0
2

“মমতা বন্দ্যোপাধ্যায় সুসংহত ভাবে দল চালাচ্ছেন। আমি তাঁর পাশে সব শক্তি দিয়ে দাঁড়াব। আমি বলেছি বয়স হলে কর্ম ক্ষমতা কমে।  ৩৬ বছর বয়স বলেই আমি আড়াই মাস বাংলাজুড়ে রাস্তায় ছিলাম। ৭০ বছর হলে সেটা সেটা কি পারব! বয়স হলে কর্মক্ষমতা কমে, এটা ধ্রুব সত্য।“ রবিবার, পৈলান বার্ধক্যভাতা প্রদান অনুষ্ঠান থেকে নিজের অবস্থানে অনড় থাকলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।

এদিন, অভিষেক বলেন (Abhishek Banerjee), মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তৃণমূল সংঘবদ্ধ। তৃণমূল সভানেত্রীর সঙ্গে পুরনো সঙ্গীরা আছেন। নতুনরাও আছেন। “দল আমাকে যা দেবে আমি করব”। তৃণমূল সাংসদের কথায়, “তৃণমূলে কোথাও কোনো দ্বন্দ্বের জায়গা নেই। আমাকে দল যা দায়িত্ব দিয়েছে আমি তা করেছি। ২০২১ সালে নেতৃত্ব দিতে বলেছিল, দিয়েছি। ২০২৪ সালে আমাকে দায়িত্ব দিলে আমি অক্ষরে অক্ষরে পালন করব। মমতা বন্দ্যোপাধ্যায় সুসংহত ভাবে দল চালাচ্ছেন। আমি তাঁর পাশে সব শক্তি দিয়ে দাঁড়াব। আমি বলেছি বয়স হলে কর্ম ক্ষমতা কমে। আমি ৩৬ বছর বয়স বলেই আড়াই মাস নবজোয়ারে রাস্তায় ছিলাম। আমি ৭০ বছর হলে সেটা কমবে। এটা ধ্রুব সত্য।“

এরপরেই নিজের অবস্থানে অনড় থেকে অভিষেক স্পষ্ট জানান, “বয়স হলে আমাদের কর্মক্ষমতা কমে। এতে অসুবিধার কী আছে? একই জিনিস আমার জন্য প্রযোজ্য। এতে অসুবিধার কী আছে? সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এই কথায় এত বাজার গরমের কী আছে? তৃণমূল কংগ্রেস এক সঙ্গে লড়বে। আমার প্রায়োরিটি হয়ত ডায়মন্ড হারবার থাকবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছবি আর জোড়া ফুলের ঝান্ডা নিয়ে যেখানে দল আমাকে যেতে বলবে, যে বুথে ঢুকতে বলবে, আমি চলে যাব।“

একই সঙ্গে অভিষেক জানান, ডায়মন্ড হারবারে যদি দল এই লোকসভা নির্বাচনে প্রার্থী করে তাহলে, সেখানে তাঁকে বেশি সময় দিতে হবে। তাঁর কথায়, ”দল আমাকে ২০২৩ সালে নবজোয়ার করতে বলেছিল, করেছি। ‘দিদির সুরক্ষাকবচ’ করতে বলা হয়েছিল, তাও করেছি। ৩৬ বছর বয়স ছিল বলে হাঁটতে পেরেছি। বয়স ৭০ হলে কি পারতাম? ২০২৪-এ কোনও দায়িত্ব দিলেও পালন করব।” বয়সের কারণে কর্মক্ষমতা কমে যাওয়ার বাস্তবতার পাশাপাশি ঐক্যবদ্ধ তৃণমূলের বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।