প্রায় দু’কোটি টাকায় নিলামে বিক্রি হল দাউদ ইব্রাহিমের পৈতৃক সম্পত্তি। জমিটির ন্যূনতম দাম ধার্য করা হয়েছিল ১৫ হাজার ৪৪০ টাকা। তবে তাকে ছাপিয়ে কোটি টাকারও বেশি দামে গ্যাংস্টারের সম্পত্তি বিক্রি করল ‘স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটর্স অথরিটি। জানা গিয়েছে, সেই সম্পত্তির মালিকানা পেয়েছেন শিবসেনার প্রাক্তন নেতা।
শুক্রবার দাউদের পরিবারের চারটি সম্পত্তি নিলামে তোলা হয়েছিল। দু’টি জমি কেনার জন্য প্রথমে কেউ দর হাঁকেননি। বাকি দু’টির মধ্যে যেটি কোটি টাকারও বেশি দামে বিক্রি হয়েছে, সেটিই ছিল সব থেকে ছোট সম্পত্তি। আয়তন ১৭০ বর্গমিটারের কিছু বেশি। মহারাষ্ট্রের রত্নগিরি জেলার মুম্বকে গ্রামে রয়েছে ওই কৃষিজমি। ওই গ্রামেই দাউদের পূর্বপুরুষের বাস ছিল। তবে এতটুকু জমি কেন এত দামে কেন ওই প্রাক্তন শিবসেনা নেতা কিনেছেন সেই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ওই জমির সমীক্ষা নম্বর এবং দাম তাঁর ‘পয়া’ সংখ্যার সঙ্গে মিলে গিয়েছে। সে কারণে অত দাম দিয়ে জমি কিনেছেন। ওই জমিতে সনাতন স্কুল খোলা হবে বলেও জানিয়েছেন তিনি।
তবে এই প্রথম নয়, ওই ব্যক্তি ২০২০ সালে দাউদের একটি বাংলোও কিনেছিলেন। সেখানে সনাতন ধর্ম পাঠশালা ট্রাস্ট তৈরি করেছিলেন তিনি। এবার তিনি সনাতন স্কুল খুলতে চলেছেন। এদিকে শুক্রবার দাউদ পরিবারের আরও একটি জমি নিলামে বিক্রি হয়েছে। ১,৭৩০ বর্গমিটারের ওই জমি বিক্রি হয়েছে ৩ লক্ষ ২৮ হাজার টাকায়। জমির মূল্য ছিল এক লক্ষ ৫৬ হাজার টাকা।