প্রয়াত ব্রাজিলের বিশ্বকাপজয়ী প্রাক্তন ফুটবলার মারিও জাগালো

0
3

ক্রীড়া জগত-এ ফের শোকের ছায়া। প্রয়াত ব্রাজিলের কিংব্দন্তি প্রাক্তন ফুটবলার মারিও জাগালো। মৃত্যুকালে বয়স হওয়েছিলো ৯২ বছর। ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের শেষ সদস্য ছিলেন মারিও। খেলোয়াড় এবং কোচ হিসাবে তিনি জিতেছেন মোট ৪টি ফুটবল বিশ্বকাপ।এদিন তাঁর মৃত্যুর খবর জানানো হয় সোশ্যাল মিডিয়ায়।

১৯৫৮ সালের বিশ্বকাপ জয়ী দলেএ সদস্য ছিলেন লেফট উইঙ্গার জাগালো। ১৯৬২ বিশ্বকাপের ব্রাজিল দলেও ছিলেন তিনি। এরপর ১৯৭০ বিশ্বকাপে তিনি কোচ হিসাবে বিশ্বকাপ জেতেন। তার প্রশিক্ষণেই বিশ্বকাপ জয় করে সেলেকাওরা। ১৯৯৪ বিশ্বকাপে ব্রাজিল তাদের চতুর্থ ফুটবল বিশ্বকাপ জয় করে। সেই দলের সহকারী কোচ ছিলেন জাগালো। তিনি প্রথম ব্যক্তি ছিলেন যিনি কোচ এবং খেলোয়াড় উভয় ভাবেই ফুটবল বিশ্বকাপ জিতেছেন।

পেলের মৃত্যুর পর ১৯৫৮ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের শেষ জীবিত ফুটবলার ছিলেন জাগালো। শনিবার তাঁর মৃত্যুর খবর জানিয়ে একটি পোস্টে লেখা হয়, “দুঃখের সঙ্গে জানানো হচ্ছে, বিশ্বকাপজয়ী মারিয়ো জাগালো প্রয়াত। তিনি পরিবারকে অসম্ভব ভালবাসতেন। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর সঙ্গে কাটানো প্রতিটা সময় উপভোগ করেছি আমরা।”

আরও পড়ুন-BreakFast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস