‘ভারত জোড়ো যাত্রা’র পরে এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। নজরে লোকসভা নির্বাচন (Loksobha Election)। তার আগে এই কর্মসূচিকে সামনে রেখে জনমত গঠন করতে নামছে কংগ্রেস। শনিবার, ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র লোগো (Logo) এবং ট্যাগলাইন (Tagline) প্রকাশ করলেন কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
দেশের মৌলিক, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়গুলিকে সামনে রেখে ১৪ জানুয়ারি মণিপুর থেকে শুরু হচ্ছে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। এদিন সাংবাদিক বৈঠকে একথা জানান খাড়গে। কংগ্রেস সভাপতি বলেছেন, “আমরা ১৪ জানুয়ারি থেকে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু করতে যাচ্ছি। রাহুল গান্ধীর নেতৃত্বে, এই যাত্রা মণিপুরের ইম্ফল থেকে শুরু হবে এবং মুম্বইতে শেষ হওয়ার আগে দেশের ১৫ টি রাজ্যের মধ্য দিয়ে যাবে। এই যাত্রা ১১০ টি জেলা, ১০০ টি লোকসভা আসন এবং ৩৩৭ টি বিধানসভা আসন কভার করবে।”
এদিন খড়গে যাত্রার লোগো এবং ট্যাগলাইন “ন্যায় কা হক মিলনে তক” প্রকাশ করেছেন। নিজের এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী লেখেন, “অন্যায় এবং অহংকারের বিরুদ্ধে ন্যায়ের স্লোগান তুলে আমরা মানুষের মধ্যে ফিরে আসছি।” নিজের নেতৃত্বে ভারত জোড়ো যাত্রার একটি ভিডিও প্রকাশ করে রাহুল লেখেন, “আমি সত্যের এই পথে শপথ করছি, ন্যায়বিচারের অধিকার না পাওয়া পর্যন্ত যাত্রা অব্যাহত থাকবে।”
আরও পড়ুন-শীর্ষ আদালতে হুইস্কির বোতল হাতে আইনজীবী! ‘থ’ প্রধান বিচারপতি