ফটো সেশন করছেন কিন্তু মণিপুর যাচ্ছেন না প্রধানমন্ত্রী: মোদিকে তোপ খাড়গের

0
3

হিংসাদীর্ণ মণিপুরে যাওয়ার সময় নেই প্রধানমন্ত্রী নরেদ্র মোদির, অথচ ফটো সেশন করার সময় রয়েছে তাঁর। মণিপুরের প্রতি প্রধানমন্ত্রীর এহেন উদাসীনতা তুলে ধরে সাংবাদিক বৈঠকে সরব হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর ফটো সেশনের জন্য সময় আছে কিন্তু মণিপুরে যাওয়ার সময় নেই।”

সম্প্রতি লাক্ষাদ্বীপ সফরে গিয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে সমুদ্রের বিচে হাঁটার পাশাপাশি সমুদ্রে স্নরকেলিং করতে প্রচুর ছবি শেয়ার করেছেন। এই ইস্যুতেই সংবাদমাধ্যমের সামনে সরব হন মল্লিকার্জুন খাড়্গে। তিনি বলেন, “দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে মণিপুরে। কিন্তু মোদি সমুদ্র সৈকতে যাচ্ছেন, ফটো সেশনে সাঁতার কাটছেন, মন্দির নির্মাণের জায়গায় গিয়ে ছবি তুলছেন, কেরালা, মুম্বই যাচ্ছেন। তিনি সর্বত্র যান, আপনি সর্বত্র তার ছবি দেখতে পাবেন…যেমন ঘুম থেকে ওঠার পর প্রথম জিনিস ঈশ্বরের ‘দর্শন’। কিন্তু এই মহামানব কেন মণিপুরে গেলেন না?” এর পাশাপাশি খাড়গে নতুন শ্রম আইন এবং ফৌজদারি আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের উপর আক্রমণ শানান। বলেন, মোদি সরকার যা করছে তা “স্বৈরাচারের লক্ষণ”।