সকাল থেকে সারাদিন খবরের শিরোনামে থাকার পর মধ্যরাতে অ্যাকশন নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার সকাল থেকে উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় ইডি আধিকারিকরা পৌঁছে যান। অভিযোগ কেন্দ্রীয় এজেন্সি প্ররোচনামূলক পরিস্থিতি তৈরি করায় কিছুটা হলেও উত্তেজনা তৈরি হয় সন্দেশখালিতে। সেখান থেকে ইডি আধিকারিকরা পালিয়ে গেলেও বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য (Shankar Adhya) সম্পর্কে খোঁজ খবর নিতে তাঁর শ্বশুর বাড়িতে চলে তল্লাশি অভিযান। সন্ধ্যায় সেখান থেকে সাড়ে আট লক্ষ টাকা উদ্ধার হয় বলে ইডি (ED) সূত্রে দাবি করা হয়েছে। এরপরই মধ্যরাতে শঙ্কর আঢ্যকে (Shankar Adhya) গ্রেফতার করে ED। ধৃতকে গাড়িতে তোলার সময় এলাকার কয়েকজন মহিলা ইডি অফিসারদের লক্ষ্য করে ইট ছোড়েন বলে অভিযোগ উঠেছে।


ইডি সূত্রে জানা যাচ্ছে আজ কলকাতায় তাদের সদর দফতর সিজিও কমপ্লেক্স থেকে সোজাসুজি মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে। তারপর শনিতেই আদালতে পেশ করা হবে শঙ্কর আঢ্যকে।






































































































































