BreakFast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

0
3

১) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে ৭ উইকেটে জয় পায় ভারতীয় দল। মাত্র দেড় দিনেই শেষ হওয়ে যায় ম্যাচ। কীভাবে এল সাফল্য ? ম্যাচ শেষে সেই খোলাসা করলেন ভারতের উইকেটরক্ষ্যক ব্যাটার কেএল রাহুল। জানালেন, দলের পরিকল্পনায় কিছু বদল করা হওয়।

২) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুরন্ত জয় পায় ভারতীয় দল। সৌজন্যে টিম ইন্ডিয়ার বোলার। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নেন মহম্মদ সিরাজ এবং দ্বিতীয় ইনিংসে যশপ্রীত বুমরাহ। আর এর সুবাদে ম্যাচের সেরা হন সিরাজ এবং সিরিজ সেরা বুমরাহ। আর সিরিজ সেরা হতেই নজির গড়লেন যশপ্রীত। প্রথম ভারতীয় হিসাবে দক্ষিণ আফ্রিকায় টেস্টে সিরিজ সেরা হলেন তিনি ।

৩) রঞ্জিট্রফির অভিযান শুরু বাংলার। প্রথম ম্যাচে বাংলার প্রতিপক্ষ অন্ধ্রপ্রদেশ। আর প্রথম ম্যাচেই চালকের আসনে মনোজ তিওয়াড়ির দল। প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে বাংলার রান সংখ্যা ২৮৯ রান । শতরান করেন অনুষ্টুপ মজুমদার। ১২৫ রান করেন তিনি। অভিষেক হওয়া সৌরভ পাল করেন ৯৬ রান।

৪) প্রকাশিত হল ২০২৪ টি-২০ বিশ্বকাপের সূচি। এবছরের জুন মাসে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত হবে এই প্রতিযোগিতা। ১ জুন থেকে শুরু টি-২০ বিশ্বকাপ। নিউইয়র্কে আগামী ৯ জুন মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান।ফাইনাল ২৯ জুন।


৫) এবার প্রতারণার স্বীকার হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রতারিত হলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। প্রায় ১৫ কোটি টাকার বেশি প্রতারণার অভিযোগ এনেছেন ধোনি। এই নিয়ে মাহি মামলা দায়ের করেছেন রাঁচি আদালতে। দুই ব্যবসায়ী মিহির দিবাকর ও সৌম্য বিশ্বাসের নামে অভিযোগ এনেছেন ধোনি।

আরও পড়ুন –প্রকাশিত টি-২০ বিশ্বকাপের সূচি, ৯ জুন ভারত-পাক মহারণ