প্রথম ইনিংসে ৪০৯ রান বাংলার, ২৯০ রানে পিছিয়ে অন্ধ্রপ্রদেশ

0
2

রঞ্জিট্রফিতে দুরুন্ত শুরু বাংলার। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪০৯ রান করলো মনোজ তিওয়াড়ির দল। বাংলার হওয়ে এদিন ব্যাট হাতে ৭০ রান অভিষেক পোড়েল। দ্বিতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ১১৯ রান অন্ধ্রপ্রদেশের। ২৯০ রানে পিছিয়ে অন্ধ্রপ্রদেশ।দ্বিতীয় দিনের শুরুতেই উইকেট তুলে নিতে চাইবেন আকাশেরা । বাংলার হয়ে একটি করে উইকেট নেন প্রদীপ্ত প্রামাণিক, আকাশদীপ এবং মহম্মদ কাইফ।

প্রথমদিনের শেষে বাংলা তুলেছিল ২৮৯ রান। দ্বিতীয় দিনের শুরুতেই কাইফের উইকেট হারায় বাংলা। ৩২ রান করে আউট হন অধিনায়ক মনোজ তিওয়াড়ি। সেই সময় ক্রিজে ছিলেন অভিষেক পোড়েল। তরুণ উইকেটরক্ষক বাংলার লোয়ার অর্ডারকে সঙ্গী করে ইনিংস এগিয়ে নিয়ে যান। অভিষেকের ব্যাটে ভর করেই বাংলা ৪০০ রানের গণ্ডি পার করে। প্রশংসা করতে হবে ঈশান পোড়েলেরও। তিনি একদিক ধরে না রাখলে অভিষেকের পক্ষে রান করা সম্ভব হত না। অন্ধ্রের হওয়ে ৪ উইকেট নেন ললিত মোহন। দুটি করে উইকেট নেন শশিকান্ত, নিতিশ রেড্ডি এবং শোয়েব খান।

ব্যাট করতে নেমে অন্ধ্রের দুই ওপেনার সিআর জ্ঞানেশ্বর (৩৩) এবং প্রশান্ত কুমার (৪১) ৬৪ রানের জুটি গড়েন। ভাল শুরু করলেও বড় রান করতে পারেননি তাঁরা। সেই জুটি ভেঙে দেন বাংলার স্পিনার প্রদীপ্ত প্রামাণিক। তিন নম্বরে নেমে শাইক রশিদ করেন ৩২ রান। আকাশ দীপের বলে তিনি উইকেটরক্ষক অভিষেকের হাতে ক্যাচ দিতেই দিনের খেলা শেষ করে দেন আম্পায়ার। ক্রিজ়ে রয়েছেন হনুমা বিহারী। অন্ধ্রের অধিনায়ককে ফেরানোই এখন বাংলার বোলারদের মূল লক্ষ্য।

আরও পড়ুন-রঞ্জিট্রফি খেলতে মাঠে বিহারের দুই দল, নামাতে হলো পুলিশ