রাজনৈতিক জীবনের ১০বছর পূর্তিতে অভিষেককে অভিনন্দন তৃণমূলের

0
2

রাজনৈতিক জীবনের ১০বছর পূর্ণ। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Bandyopadhyay) অভিনন্দন জানাল তৃণমূল (TMC)। রবিবার পৈলানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। সেখানে এখন প্রস্তুতি তুঙ্গে। এই পরিস্থিতিতে শনিবার রাতে দলের এক্স হ্যান্ডেলে অভিষেককে অভিনন্দন জানিয়ে তৃণমূলের পক্ষ থেকে পোস্ট করা হয়।

লেখা হয়, “মা-মাটি-মানুষের সেবায় ১০বছর পূর্ণ করার জন্য আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাই। আমরা গর্বিত! সাংসদ হিসেবে ডায়মন্ড হারবারের প্রতিনিধিত্ব করা হোক, সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাজ করা হোক বা TNJ প্রচারের নেতৃত্ব দেওয়া- তিনি মানুষের উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনার প্রতিশ্রুতি এবং আবেগ বাংলায় উল্লেখযোগ্য পরিবর্তনের সূচনা করেছে। আপনার কাজ অনেক বছর চলুক এই কামনা করি!”

নির্বাচনের প্রচারই হোক বা তৃণমূলের নবজোয়ার- যেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ‍ব়্যালি, মিছিল বা জনসভা করেন সেখানেই জনজোয়ার।