বিতর্কিত মথুরার কৃষ্ণজন্মভূমিতে শাহী ইদগাহ সরানোর আবেদন শুনলই না সুপ্রিম কোর্ট। মথুরার (Mathura) বিতর্কিত জমি নিয়ে হওয়া জনস্বার্থ মামলায় (PIL) এলাহাবাদ হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সর্বোচ্চ আদালত। শুক্রবার এই নির্দেশ দেয় বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্ত-র ডিভিশন বেঞ্চ।
মথুরার কৃষ্ণজন্মভূমির (Krishna Janmabhoomi) ওপর শাহী ইদগাহ (Shahi Eidgah) তৈরি এবং তা সরানোর জন্য আবেদন করে একটি জনস্বার্থ মামলা হয় এলাহাবাদ হাইকোর্টে। ২০২৩ সালের ১২ অক্টোবর এলাহাবাদ হাইকোর্ট এই মামলা নাকচ করে দেয়। আদালত জানিয়েছিল ইতিমধ্যেই এই সংক্রান্ত অনেক মামলা তালিকাভুক্ত রয়েছে। হাইকোর্টের বিচারপতি প্রীতিঙ্কর দিবাকর ও বিচারপতি আশুতোষ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ আবেদন নাকচ করার রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে (Supreme Court) জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী মেহেক মাহেশ্বরী।
শুক্রবার সেই মামলা শুনল না সর্বোচ্চ আদালত। মামলার সংখ্যা না বাড়ানোর পক্ষে রায় দেয় ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে এলাহাবাদ হাইকোর্টের রায়কে মান্যতা দেয় সর্বোচ্চ আদালত।