ডিভিশন বেঞ্চে মামলা করার অনুমতি পেলেন সুজয়কৃষ্ণ!

0
3

মামলায় যুক্ত না করেই কী ভাবে কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করা হল এ প্রশ্ন নিয়ে বিচারপতি সৌমেন সেনের (Soumen Sen)বেঞ্চে আবেদন করেছিলেন সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhadra) আইনজীবিরা। শুক্রবার ডিভিশন বেঞ্চে মামলা করার অনুমতি দিলেন বিচারপতি সেন। অমৃতা সিনহার (Amrita Sinha) নির্দেশকে চ্যালেঞ্জ করেই এই মামলা বলে জানা যাচ্ছে।

বৃহস্পতিবার নির্দেশনামা না থাকায় মামলা করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেন সুজয়কৃষ্ণ ভদ্রের আইনজীবিরা। কণ্ঠস্বরের নমুনা নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ রয়েছে যে আদালতের অনুমতি ছাড়া নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না। তাহলে ইডি কোন এক্তিয়ারে মামলায় যুক্ত না করেই তড়িঘড়ি ভয়েস স্যাম্পেল টেস্ট করল তা নিয়েই এবার ডিভিশন বেঞ্চে যাচ্ছেন নিয়োগ মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ।