মাত্র দেড়দিনে শেষ ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট, কোন রহস্যে বাজিমাত, ফাঁস করলেন রাহুল

0
1

গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে ৭ উইকেটে জয় পায় ভারতীয় দল। মাত্র দেড় দিনেই শেষ হওয়ে যায় ম্যাচ। কীভাবে এল সাফল্য ? ম্যাচ শেষে সেই খোলাসা করলেন ভারতের উইকেটরক্ষ্যক ব্যাটার কেএল রাহুল। জানালেন, দলের পরিকল্পনায় কিছু বদল করা হওয়।

এই নিয়ে রাহুল বলেন, আমাদের পরিকল্পনায় কিছু বদল করা হয়। আগের টেস্টে আমরা তৈরি হয়ে নামিনি এমনটা নয়, কিন্তু কিছু কিছু টেস্টে এমন হয়। হঠাৎ করেই বিপক্ষ তোমাকে ম্যাচ থেকে বার করে দিল। আমরা ভাবিনি এমন হবে। শেষ কয়েক বছর ধরে আমরা হারলেও লড়াই করেছি। দেশের বাইরে সিরিজ জিতেছি। তাই এমন হবে বুঝিনি। তবে ওই হার আমাদের প্রত্যেককে নাড়িয়ে দেয়। টেস্ট ক্রিকেট আমরা উপভোগ করি। দেশের হয়ে টেস্ট খেলার জন্য আমরা মুখিয়ে থাকি। আমরা জানি দেশের হয়ে টেস্ট জেতার গুরুত্ব কতটা।”

এরপরই জয় নিয়ে রাহুল বলেন, “প্রথমবার কেপটাউনে জিতে দারুণ লাগছে। এখানে তৃতীয়বার টেস্ট খেলতে এসেছি আমি। এর আগে যতবার এসেছি, ততবার হেরেছি। ম্যাচে ভাল জায়গায় থেকেও হেরেছি অনেক সময়। এই জয়টা তাই খুব স্পেশাল। তবে এই ম্যাচটা শুরু হতেই শেষ হয়ে গেল। মনে হচ্ছে এই তো একটু আগে টস হল।”

আরও পড়ুন-Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস