একের পর এক মিছিল-সমাবেশ করেও নির্বাচনে ভরাডুবি আটকাতে পারেনি বামেরা। সামনে লোকসভা নির্বাচন। তরুণ প্রজন্মকে মুখ করে ভোট বৈতরণী পার করতে চাইছে আলিমুদ্দিন। রাজ্যজুড়ে ইনসাফ যাত্রার পরে ৭ জানুয়ারি ব্রিগেডে সমাবেশ DYFI-এর। মুখ অবশ্যই সংগঠনের রাজ্য সম্পাদক মীণাক্ষি মুখোপাধ্যায় (Meenakshi Mukharjee)। এবার সেই ব্রিগেড সমাবেশের জন্য প্যারডি ‘থিম সং’ (Theme Song) প্রকাশ করল তারা। বুধবার রাতে স্যোশাল মিডিয়ায় ‘প্রজাপতি’ ছবির ‘ডিম-পাউরুটি’ গানের প্যারোডি করে সেই গান পোস্ট করা হয়েছে। তবে, এই থিম সং (Theme Song) নিয়েও আলিমুদ্দিনের অন্দরে টানাপোড়ন। কারণ, এর আগে ব্রিগেড সমাবেশের জন্য যে টিমকে নিয়ে থিম সং করেছিল, তাদের বাদ দিয়ে এবার নতুন দলকে আনা হয়েছে।
২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে সংযুক্ত মোর্চার নামে ব্রিগেড সমাবেশ করা হয়। সেবার কংগ্রেস ও আইএসএফ-এর সঙ্গে মিলে সমাবেশ করলেও, থিম প্রকাশ করে সিপিএম-ই। সেবার ‘টুম্পা সোনা’ গানের প্যারোডি করে থিম সং হয়েছিল। তা নিয়ে ঘরে বাইরে সমালোচনার মুখে পড়তে হয়েছিল চিরকাল সংস্কৃতির ধ্বজা ধরা আলিমুদ্দিনকে। উঠেছিল অপসংস্কৃতির অভিযোগ। কিন্তু সই সময় সমসাময়িকতার যুক্তি দিয়ে সেই গানকে প্রচার করেছিল বামেরা। এবার থিম সং ‘ডিম-পাউরুটি’ গানটির প্যারোডি। রাজ্যের শাসকদলের পাশাপাশি কেন্দ্রের মোদি সরকারকেও এই প্যারডিতে তীব্র কটাক্ষ করেছে বামেরা। গানের কথাতেই রয়েছে, যখন উত্তরপ্রদেশের হাথরসে নির্যাতিতাকে পুড়িয়ে দেওয়া হল তখন প্রধানমন্ত্রী ফটো তুলতে ব্যস্ত ছিলেন। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে কিন্তু কেন্দ্র সরকার চুপ। দিল্লির বুকে কুস্তিগীরদের আন্দোলনের সময়ও বিজেপি নেতারা চুপ ছিলেন!
তবে এবার সম্পূর্ণ অন্য একটি দল এই গানটি তৈরির নেপথ্যে কাজ করেছে। কারণ, গতবার যারা থিম সং তৈরি করেছিল, তাঁরা নিজেদের নামে প্রচারে নেমে পড়েছিল। সেই কারণে নতুন দিয়ে কাজ হয়েছে। তবে, গ্রাফিকের ক্ষেত্রে পুরনো মুখেই ভরসা রেখেছে সিপিএমের আইটি সেল।
বাম আন্দোলনে গান অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। এর আগেও গণনাট্য সংঘ বা কয়ারের মাধ্যমে আন্দোলনের গান রচিত হয়েছে। প্যারডিও নতুন নয়। তবে, কর্মসূচি ভিত্তিক থিম সং-এর বিষয়টি আগে ছিল না। স্রোতে গা ভাসিয়ে এখন সেটাও করছে তারা। তবে, এতসব করেও ইভিএমের খরা কাটবে কি না সেটা নিয়েই সংশয়।