আদালতে মিলল না রক্ষাকবচ, গ্রেফতারির মুখে নিশীথ প্রামাণিক!

0
3

খুনের চেষ্টার মামলায় নাম জড়ানোয় আদালতে রক্ষাকবচ চেয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার, সেই আর্জি খারিজ করে দিল হাইকোর্টের (High Court) জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ। এর জেরে গ্রেফতার হতে পারেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)।

২০১৮ সালে দিনহাটায় এক ব্যক্তির উপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ ওঠে নিশীথের বিরুদ্ধে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু হয়। জারি হয় গ্রেফতারি পরোয়ানাও। এরপরেই রক্ষাকবচের আবেদন জানিয়ে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের দ্বারস্থ হন নিশীথ (Nishith Pramanik)। কিন্তু এদিন সেই আবেদন খারিজ করে আদালত। ফলে তাঁকে গ্রেফতারিকে আর কোনও বাধা থাকল না বলেই মনে করা হচ্ছে।