মাধ্যমিকের আগে জেলায় জেলায় মনিটরিং টিম পর্ষদের

0
3

মাধ্যমিক পরীক্ষার স্বচ্ছতা নিয়ে আরও সতর্ক পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এবার এক নির্দেশিকা জারি করে জেলায় জেলায় মনিটরিং টিম তৈরি করার নির্দেশ দিল পর্ষদ কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রত্যেক জেলায় মনিটরিং টিম তৈরি করা হবে। যাঁরা ১৪টি বিষয় খতিয়ে দেখে ৭ দিনের মধ্যে রিপোর্ট দেবেন পর্ষদকে।

এই ১৪ টি বিষয়ের মধ্যে যেমন স্কুলের শৌচালয়, আলো, পর্যাপ্ত বেঞ্চ সহ পরিকাঠামোর বিষয়টি রয়েছে ঠিক তেমনই রয়েছে শিক্ষক-অশিক্ষক কর্মী যথেষ্ট পরিমাণে আছে কিনা সেই বিষয়ে খোঁজ নেওয়া। এছাড়াও স্কুলগুলিতে সিসিটিভি লাগানো রয়েছে কিনা সেদিকেও খোঁজ নিতে হবে। এরপর এই যাবতীয় বিষয়গুলো খতিয়ে পর্ষদকে রিপোর্ট দেবে ওই মনিটরিং টিম। তারপর সেই রিপোর্ট দেখে পরবর্তী ব্যবস্থা নেবে পর্ষদ।