নথি ছাড়াই উড়ান! খোঁজ মিলল তৃতীয় ডাঙ্কি বিমানের

0
2

মানব পাচারের অভিযোগে সম্প্রতি নিকারাগুয়াগামী এক বিমানকে আটক করেছিল ফরাসি প্রশাসন। সেখানে ৩০৩ জন যাত্রীর মধ্যে অধিকাংশই ছিল ভারতীয়। সেই ঘটনার পর তদন্তে নেমে সিআইডি জানতে পারে এর আগে ৬ ডিসেম্বরও দুবাই থেকে নিকারাগুয়ায় উড়ে গিয়েছিল একটি বিমান। সব মিলিয়ে মোট তিনটি বিমানকে ডাঙ্কি ফ্লাইট বলে মনে করছেন তদন্তকারীরা।

সিআইডির অপরাধ ও রেল শাখার তরফে জানানো হয়েছে, ‘তদন্তে নেমে আমরা জানতে পেরেছি, ২১ ডিসেম্বর ফ্রান্সে ওই বিমান পৌঁছনোর আগে আরও দুটি উড়ান ভারতীয়দের নিয়ে, যাঁদের মধ্যে গুজরাটের (Gujarat) বাসিন্দারাও ছিলেন, উড়ে গিয়েছে। আমরা নিশ্চিত, এর মধ্যে একটি উড়ান ৬ ডিসেম্বর দুবাই থেকে নিকারাগুয়ায় যায় ৬ ডিসেম্বর।’ উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর ফ্রান্সের মাটিতে নামে বিমানটি। মানব পাচার হচ্ছে সন্দেহে বিমানটিকে আটক করে ফ্রান্স প্রশাসন। যেখানে ৩০৩ জন যাত্রীর মধ্যে ৯৬ জন ছিলেন গুজরাটের বাসিন্দা। তাঁদের কাগজপত্র বৈধ থাকলেও বেআইনিভাবে তাঁরা আমেরিকায় ঢোকার চেষ্টা চালাচ্ছিলেন। ৬ ডিসেম্বর যে বিমানটি উড়ে যায় সেখানেও ওই একই এজেন্ট ছিল বলে মনে করছে তদন্তকারীরা।

উল্লেখ্য, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানার মতো রাজ্যগুলি থেকে প্রতি বছরই ছোট সংস্থা তথা এজেন্টদের মাধ্যমে অবৈধ উপায়ে আমেরিকা কিংবা ইউরোপের কোনও দেশে পাড়ি দেওয়ার ঘটনা ঘটে থাকে। ভাগ্য ফেরাতেই একাজ করেন বহু মানুষ। যদিও অনেকেই মাঝপথে নিখোঁজ হন। এদের মধ্যে একাংশের কঠিন পথে মৃত্যু হয় বলে দাবি। কেউ কেউ ভিন দেশের জেলে আটকে পড়েন। যে অবৈধ পথে আমেরিকা এবং ইউরোপের মতো দেশে ঢোকার চেষ্টা চলে, তাকেই বলা হয় ‘ডাঙ্কি রুট’।