জগিংয়ের ড্রেসেই মন্ডপে হাজির ইরার বর! প্রাক্তনদের সঙ্গে সাবেকি সাজে আমির

0
2

আমির কন্যার বিয়েতে একের পর এক অদ্ভুত ঘটনার সাক্ষী রইল বলিউড। বুধবার আইনি দিয়ে সম্পন্ন হল ইরা খান (Ira Khan) ও ফিটনেস ট্রেনার নূপুর শিখরের(Nupur Sikhar)। তবে পাত্রী নয় অনুষ্ঠানে চমক দিয়ে নজর কাড়লেন নূপুর। সাবেকি সাজের আর চিরাচরিত স্টাইলের বাইরে গিয়ে বিবাহ মন্ডপে নয়া লুকে হাজির পাত্র। জগিংয়ের পোশাক পরেই রেজিস্ট্রি বিয়ে সারলেন নূপুর। আমির ও রীনার উপস্থিতিতে তাঁদের মেয়েকে জীবনসঙ্গী রূপে স্বীকৃতি দিলেন তিনি। মঙ্গলবার থেকেই শুরু হয়েছিল প্রি ওয়েডিং অনুষ্ঠান। বুধবার আত্মীয়দের উপস্থিতিতে জাঁকজমক বিয়ে সম্পন্ন হল।

বরপক্ষের হয়ে বিয়েতে হাজির হন অভিনেত্রী মিথিলা পালেকর। নুপূর প্রায় ৮ কিলোমিটার জগিং করে বিয়ে করতে আসেন। সঙ্গে একই পোশাকে তার বেশ কয়েকজন বন্ধুকেও দেখা যায়। পাঞ্জাবি স্টাইলে নাচতে নাচতে বারমুন্ডা আর গেঞ্জি পরে বিয়ের আসরে পৌঁছে যান বর। বুধবার মুম্বইয়ের বান্দ্রার এক সাততারা হোটেলে চার হাত এক হয়। ইরা লেহেঙ্গা পরেছিলেন, ম্যাচিং করে পরে অবশ্য পাঞ্জাবি পরে নেন নুপূর । মেয়ের বিয়েতে একেবারে সাবেকি সাজে দেখা গেল আমিরকে, পরনে ছিল সাদা শেরওয়ানি ও সঙ্গে গোলাপি পাগড়ি। আমিরের পাশেই ছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী ও ইরার মা রীনা। দুজনেই সারাক্ষণ একসঙ্গেই ছিলেন। আইনি বিয়ের মুহূর্তে ক্যামেরাবন্দি করলেন আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাও। ইরার বিয়েতে বলিউডের হাইপ্রোফাইল অতিথিরা উপস্থিত হন যার মধ্যে অন্যতম ছিলেন নীতা আম্বানি।