আগামী ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে উদ্বোধন হতে চলেছে রামমন্দিরের। এই অনুষ্ঠানে সারা দেশের ভিভিআইপিদের আমন্ত্রণ জানানো হলেও বাদ পড়েছেন গান্ধী পরিবারের দুই সদস্য রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেসের থেকে সোনিয়া গান্ধী ছাড়া আরও ৩ জনকে আমন্ত্রণ জানানো হলেও এই দুইজন বাদ পড়ায় শুরু হয়েছে গুঞ্জন। কেন দুজনকে আমন্ত্রণ জানানো হয়নি এবিষয়ে এবার মুখ খুলল রামমন্দির ট্রাস্ট।
রামমন্দির উদ্বোধন উপলক্ষ্যে কংগ্রেসের তরফে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাঁরা হলেন, সোনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভায় বৃহত্তম দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। তবে কংগ্রেসের প্রথম সারির দুই মুখ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আমন্ত্রণ না জানানো প্রসঙ্গে ট্রাস্টের বক্তব্য, যে শর্তে রাজনৈতিক অতিথিদের আমন্ত্রণ জানানো হচ্ছে, সেই শর্তে আমন্ত্রণ পাওয়ার যোগ্যই নন রাহুল-প্রিয়াঙ্কা। ট্রাস্ট সূত্রের খবর, রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে শুধুমাত্র স্বীকৃত প্রথম সারির রাজনৈতিক দলের সভাপতি এবং লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলনেতাদের। এর বাইরে যারা রাম মন্দির আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছেন তাঁরা আমন্ত্রণ পাচ্ছেন।
আর সেই শর্ত অনুযায়ী আমন্ত্রণ পেয়েছেন কংগ্রেস সভাপতি খাড়গে। সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেসের সংসদীয় কমিটির প্রধান হিসাবে। অধীর চৌধুরী আমন্ত্রণ পেয়েছেন লোকসভার বিরোধী দলনেতা হিসাবে। রাহুল (Rahul Gandhi) বা প্রিয়াঙ্কা (Priyanka Gandhi) এই শর্ত অনুযায়ী যোগ্য নন। ট্রাস্টের অন্যতম নেতা এবং বিশ্ব হিন্দু পরিষদের কার্যকারী সভাপতি অলোক কুমার স্পষ্ট বলছেন, যারা রাম মন্দির আন্দোলনে সক্রিয় ছিলেন, তাঁরা এটুকু সুবিধা পেতে পারেন।