“বিজেপিতে (BJP) থেকে মানুষের কাজ করতে পারছিলাম না। দলে যোগ্য সম্মানও পাচ্ছিলাম না। তাই তৃণমূলে (TMC) যোগ দিলাম।” বুধবার রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha) হাত ধরে তৃণমূলে যোগদানের পর এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) দুই ভাই। নিশীথের দুই তুতো ভাই সুনীল বর্মন ও জগদীশ বর্মনের বাড়ি দিনহাটার পুটিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে।

জানা গিয়েছে কয়েকদিন আগেই তৃণমূলের সংগঠন নিয়ে প্রশ্ন তুলেছিলেন নিশীথ। আর সেই অভিযোগ যে একেবারেই মিথ্যা, তা এবার হাতেনাতে প্রমাণ করলেন মন্ত্রী উদয়ন। এদিন দুই ভাই দলে যোগদানের পর নিশীথকে কটাক্ষ করে উদয়ন বলেন, “অন্যের ঘর ভাঙার স্বপ্ন দেখলে এমনই হয়। কেন্দ্রীয় মন্ত্রীর দুই ভাই তৃণমূলে যোগ দিলেন”। উদয়নের আরও দাবি, “বিজেপি মানুষের হয়ে কোনও কাজ করে না। তাই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর দুই তুতো ভাই তৃণমূলে যোগ দিলেন।” তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত নিশীথ প্রামাণিকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গোটা ঘটনাকে ঘিরে কোচবিহারের রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য ছড়িয়েছে।

তবে এদিন উদয়ন গুহর হাত ধরে মন্ত্রীর দুই আত্মীয়র তৃণমূলে যোগদানকে রীতিমতো গুরুত্বসহকারে দেখছে রাজনৈতিক মহল। লোকসভা ভোট যত এগিয়ে আসবে এই ধরনের ঘর ভাঙনের ঘটনাও তত বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।










































































































































