দিন ঘোষণার আগেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠক নির্বাচন কমিশনের!

0
1

এখনও লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়নি। তার আগেই রাজ্যের আইন শৃঙ্খলার বিষয়ে নজরদারি শুরু নির্বাচন কমিশনের (Election Commission)। এমনকী, প্রশাসনকে নিয়ন্ত্রণ করার চেষ্টার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। বুধবার, সব জেলাশাসককে নিয়ে ভার্চুয়াল (Virtual) বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।

লোকসভা ভোট ঘোষণার এখনও দেরি আছে। তার আগেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করছে কমিশন (Election Commission)। এদিন বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জেলাশাসকদের বলেন, যে কোনও রকম হিংসার ঘটনা ঘটলেই যেন কমিশনকে রিপোর্ট দেওয়া হয়। পাশাপাশি, প্রত্যেক সপ্তাহে আইন-শৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট কমিশনকে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

ভার্চুয়াল বৈঠকে নির্ভুল ভোটার তালিকা তৈরির বিষয়েও জেলাশাসকদের সতর্ক করা হয়েছে। এর আগের নির্বাচনগুলিতে যে জায়গাগুলিতে অশান্তির ঘটনা ঘটেছে, যে বুথে ৯০শতাংশের বেশি ভোট পড়েছে- তার তথ্য ভাণ্ডার তৈরির নির্দেশও দেওয়া হয়েছে। এর ভিত্তিতেই কমিশন আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের ‘স্পর্শকাতর অঞ্চল’ চিহ্নিত করা করবে। ভোট কেন্দ্রগুলির কী পরিস্থিতি, নির্বাচন কমিশনের গাইড লাইন অনুযায়ী স্কুলগুলির পরিকাঠামো ঠিক আছে নাকি তাও খতিয়ে দেখার নির্দেশ জেলাশাসকদের দেওয়া হয়েছে। প্রায় দেড় ঘণ্টা জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর।