এবার পুলিশের, সরকারি হাসপাতালের ডাক্তার-নার্সদের পোশাক তৈরি করবে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা

0
1

কলকাতা পুরসভার স্বনির্ভর গোষ্ঠীর মবিলাদের সামনে বিরাট বরাত। এবার পুলিশের পোশাক তৈরি করবেন কলকাতা পুরসভার স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা। জানা গিয়েছে, পুলিশের পোশাক তৈরির পাশাপাশি সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্সদের পোশাকও তৈরি করার অর্ডার পেতে পারেন তাঁরা।

কলকাতা পুরসভার সমাজকল‌্যাণ এবং নগর দারিদ্র দূরীকরণ বিভাগের অধীনে পরিচালিত হয় এই স্বনির্ভর গোষ্ঠীগুলি। গাড়ি চালানো, সেলাই, নার্সিং, রান্নাবান্না-সহ হাতের কাজের নানাবিধ প্রশিক্ষণ দেওয়া হয়। কলকাতা পুলিশের প্রায় ৩৫ হাজার কর্মীর ইউনিফর্মের বরাত পাচ্ছেন পুরসভার ১৪৪টি ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা। কলকাতা শহরের প্রায় ৩ হাজার মহিলা এই গোষ্ঠীর সঙ্গে যুক্ত। পুলিশের পোশাক তৈরির বরাত এলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্থায়ী আয় হবে বলে জানিয়েছেন মেয়র পারিষদ মিতালি বন্দ্যোপাধ্যায়।