আগে বলা হয়েছিল রাজ্যে দুর্গাপুজোর সময় রেকর্ড মদ বিক্রি (Record sale alcohol) হয়েছে। আয় হয়েছে ৬০০ কোটি টাকা। কিন্তু সেই রেকর্ড ভেঙে গেল বর্ষশেষের আনন্দে। অতীতের সব রেকর্ড ভেঙে ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত প্রায় ৭৫০ কোটি টাকার মদ (alcohol)) বিক্রি হয়েছে। আবগারি দফতর সূত্রে খবর, সাধারণ দিনের তুলনায় এই সাতদিনের বিক্রি ৪০ শতাংশেরও বেশি।
গতবারের বড়দিন ও বর্ষবরণের মদ বিক্রির রেকর্ডও ভেঙে গেল এবার। সব থেকে বেশি মদ বিক্রি হয়েছে ২৫ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর। কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং দার্জিলিং-এই ৩ জেলাতেই সবচেয়ে বেশি মদ বিক্রি হয়েছে বলে আফগারি সূত্রে খবর। দেশে প্রস্তুত হওয়া বিদেশি মদের বিক্রি সবচেয়ে বেশি। তবে, বাংলা মদের বিক্রির পরিমাণ যথেষ্টই কম। উল্লেখযোগ্য ভাবে বেড়েছে দামী মদের বিক্রি। তবে বিয়ারের বিক্রি অন্যান্য বারের তুলনায় কম হয়েছে বলে আবগারি দফতর সূত্রে খবর।
পুজোর সময় রাজ্যে মদ বিক্রি করে আয় হয়েছিল ৬০০ কোটি টাকা। সেই রেকর্ড ভেঙে এবারের প্রাপ্তি ৭৫০ কোটি টাকা। তবে শুধু বড়দিনের সময় নয়, গোটা ডিসেম্বর মাসেই এবার মদ বিক্রিতে রেকর্ড (Record sale alcohol) করেছে রাজ্য। শুধু মদ বিক্রি করে ২১০০ কোটি টাকা আয় হয়েছে- যা সর্বকালের রেকর্ড। চলতি বছরে মদ থেকে আয় ২২ হাজার কোটি টাকা ছাড়বে বলে মনে করা হচ্ছে। তবে মদের বিক্রি বাংলা আমাদের বিক্রি অনেকটাই কমে গিয়েছে। সেই জায়গা নিয়েছে বিদেশী মদ।