পিছিয়ে গেল শুনানি, নিয়োগ মামলায় ধৃত প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের জামিন এখনই হচ্ছে না। শীর্ষ আদালতে হলফনামা জমা দেওয়ার জন্য সময় চাইলেন ইডির আইনজীবী এস ভি রাজু। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সাত দিনের সময় সীমা নির্দিষ্ট করে দেয় সুপ্রিম কোর্ট। দু সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা যাচ্ছে।


মানিক ভট্টাচার্যের আইনজীবী মুকুল রোহাতগির অভিযোগ, বিনা কারণে জামিন আটকে রাখা হচ্ছে। অন্যদিকে ED এর তরফে বলা হয়েছে প্রাক্তন পর্ষদ সভাপতি নাকি তদন্তে সহযোগিতা করছেন না। গত ১৬ নভেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মানিকের জামিনের আবেদন নাকচ করেছিলেন। তাঁর পর্যবেক্ষণ ছিল, এই মুহূর্তে অভিযুক্তকে জামিন দিলে ইডির তদন্তে তার প্রভাব পড়বে। সমাজের উপরেও এর প্রভাব পড়ার আশঙ্কা করেন তিনি। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলার তদন্তের জন্য সিবিআইকে দু মাসের সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট।






































































































































