ভয়াবহ বাস দুর্ঘটনার কবলে পড়ে অসমে মৃত্যু হল ১৪ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ২৭ জন। মঙ্গলবার রাত ৩ টে নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে অসমের দেরগাঁওয়ে। একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ১৪ জন বাসযাত্রী।

জানা গিয়েছে, পিকনিকের উদ্দেশ্যে ৪৫ জন যাত্রী নিয়ে বালিজান থেকে আঠখেলিয়ায় যাচ্ছিল বাসটি। মঙ্গলবার রাত ৩টে নাগাদ রওনা হয় বাসটি। প্রায় পিকনিক স্পটে পৌঁছেও গিয়েছিল সেটি। ভোর পাঁচটা নাগাদ আচমকাই এক কয়লা বোঝাই ট্রাক বাসটির সামনে চলে আসে। সঙ্গে সঙ্গে ভয়াবহ সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান বাসে থাকা ১৪ জন যাত্রী। গুরুতর আহত হয়েছেন ২৭ জন।










































































































































