নতুন বছরের তৃতীয় দিনে আমির খানের (Amir Khan) বাড়িতে বিয়ের সানাই, আলোর রোশনাই। মেয়ে ইরার (Ira Khan wedding) বিয়ে নিয়ে মঙ্গলবার থেকেই ব্যস্ত অভিনেতা। দু’বছর ধরে প্রেম করার পর কত নভেম্বরেই ফিটনেস কোচ নূপুর শিখরের (Nupur Sikhar) সঙ্গে ঘটা করে বাগদান সেরেছিলেন ইরা। এবার চার হাত এক হওয়ার পালা। তবে মেয়ের বিয়েতে নজর কাড়লেন ইরার মা রিনা দত্ত এবং আামিরের দ্বিতীয়া স্ত্রী কিরণ রাও (Kiran Rao)। বলিউডের মিস্টার পারফেকশনিস্টের দুই প্রাক্তনকে একেবারে অন্য মেজাজ দেখা গেল গতকাল।
আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, বিয়ের কনে রূপে আামির-কন্যাকে কেমন দেখতে লাগবে তা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। চিরাচরিত স্টাইলের বাইরে গিয়ে মঙ্গলবার চেনা ছন্দেই নিজের গায়ে হলুদ সারেন ইরা।পরনে ছিল সাদা-কালো রঙের একটি শার্ট আার সঙ্গে মিনি স্কার্ট। মুখে মেক আপের লেশমাত্র ছিল না। কালো পোশাক পরে এসেছিলেন আমিরও। একদিকে যখন বাবা মেয়ের পোশাকে রঙের মিল, অন্যদিকে রংমিলান্তিতে আমিরের দুই প্রাক্তন। রিনা ও কিরণ দুজনেই শাড়ি পরে হাতে উপহারের ব্যাগ নিয়ে অনুষ্ঠানে হাজির। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ছবি।