নতুন শিক্ষাবর্ষে শিক্ষকদের শিক্ষাদানের ক্ষেত্রে কোনও রকমের গাফিলতি বরদাস্ত করবে না সরকার। ইতিমধ্যেই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের ( Madhyasiksha Parshad) তরফে বলা হয়েছে সকাল ১০:৩৫ মিনিটের মধ্যে স্কুলে প্রবেশ করতে হবে। যদি দশটা পঞ্চাশ বেজে যায় তাহলে ‘লেট’ মার্ক করা হবে। ১১:১৫ মিনিট হয়ে গেলে সেদিনের মতো সেই শিক্ষক বা শিক্ষিকাকে অনুপস্থিত বলে ধরে নেওয়া হবে। পাশাপাশি সপ্তাহে ৩২ ঘণ্টা ক্লাস নেওয়া বাধ্যতামূলক এমনটাই জানানো হয়েছে পর্ষদের বিজ্ঞপ্তিতে। বিকেল সাড়ে চারটের আগে স্কুল থেকে বেরোতে পারবেন না শিক্ষক-শিক্ষিকা বা অশিক্ষক কর্মী কেউই।
শিক্ষা পর্ষদের তরফে বলা হয়েছে নতুন বছরের দ্বিতীয় দিন অর্থাৎ আজ থেকেই এই নিয়ম কার্যকরী হচ্ছে। যদি দেখা যায় কোনও স্কুল বা শিক্ষক-শিক্ষিকা এই নিয়ম মানছেন না সে ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে। নতুন শিক্ষানীতির পাশাপাশি যাঁরা শিক্ষাদান করবেন তাঁদের জন্যও কঠোর হওয়ার প্রয়োজন আছে বলেই মত শিক্ষাবিদদের একাংশের। শিক্ষকতা নিয়ে যে কোনও অনিয়ম বরদাস্ত করা হবে না , যেন সেটাই স্পষ্ট করে দিল রাজ্য সরকার।পর্ষদের এই সিদ্ধান্তের উদ্দেশ্য হল শিক্ষকদের স্কুলের প্রতি দায়বদ্ধতা বাড়ানো। শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করা গেলে ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নত হবে বলে মনে করছে পর্ষদ।