কেন্দ্রের নতুন পরিবহন নীতির প্রতিবাদ, এবার বিক্ষোভের আঁচ কলকাতায়!

0
3

কেন্দ্রীয় পরিবহন নীতির (Central Transport policy) বিরোধিতায় সকাল থেকে খাস কলকাতা (Kolkata) অবরুদ্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ। খিদিরপুরে রাস্তা অবরোধ করলেন ট্রাক ও লরি চালকদের। সিজিআর রোডে (CGR Road) সকাল ন’টা থেকে এই অবরোধ ও বিক্ষোভ শুরু হয়েছে। লরি ও ট্রাক চালকরা বলছেন কেন্দ্রের বর্তমান পরিবহন নীতির পরিবর্তন না হলে তাঁরা নিজেদের সিদ্ধান্ত থেকে এতটুকু সরবেন না।

এর আগে জেলায় জেলায় বিক্ষোভ দেখা গেলেও কলকাতায় আজ সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ভোগান্তিতে সাধারণ মানুষ। ইতিমধ্যেই তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। সাউথ ওয়েস্ট ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি সহ ট্রাফিক পুলিশের কর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। খিদিরপুরের দিক থেকে আসা গাড়ি গুলিকে ডায়মন্ড হারবার রোডের দিকে ঘুরিয়ে দেয়া হচ্ছে। আর ডায়মন্ড হারবারের দিক থেকে আসা গাড়িগুলিকে ব্রেস ব্রিজ দিয়ে ঘোরানো হচ্ছে। তীব্র যানজটে নাকাল অফিসযাত্রীরা।