রাজ্যে ৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ ‘কাগুজে বিয়ে’! জারি বিজ্ঞপ্তি

0
1

বছরের শুরুতেই আইনি বিয়েটা সেরে রাখবেন ভেবেছিলেন যাঁরা, তাঁদের আশায় জল ঢেলে মঙ্গলবার থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশনে নিষেধাজ্ঞা জারি হল। বিজ্ঞপ্তি দিয়ে নিষেধাজ্ঞা জারি করল ওয়েস্ট বেঙ্গল ম‌্যারেজ রেজিস্ট্রার জেনারেলের অফিস।

রাজ্যে দীর্ঘদিন ধরেই চালু রয়েছে রেজিস্ট্রি ম্যারেজ (Registry Marriage)। তবে, ২০১৯ সাল থেকে সেটা হয় পোর্টালের মাধ্যমে। ২০২২-এর ১ নভেম্বর থেকে আইনি বিয়ের ক্ষেত্রে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই করার বাধ্যতামূলক হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই পাত্র-পাত্রী বা আধিকারিকদের আঙুলের ছাপ না মেলায় নির্ধারিত দিনে রেজিস্ট্রেশন বন্ধ রাখতে হয়েছে। এই সমস‌্যা এড়াতে পোর্টালের রক্ষণাবেক্ষণ করতে চারদিন রেজিস্ট্রি ম‌্যারেজ (Registry Marriage) বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

  যদিও পৌষ মাসে হিন্দু শাস্ত্র মতে, বিয়ে সাধারণত হয় না। তবে কেউ কেউ রেজিস্ট্রি ম্যারেজ সেরে রাখতে চান। এই নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছেন তাঁরা। এই চারদিনে রেজিস্ট্রি ম‌্যারেজ করতে হাজার খানেকের বেশি আবেদন জমা পড়েছিল। সবই স্থগিত। এর আগেও রক্ষণাবেক্ষণের স্বার্থে তিন-চার ঘণ্টা পোর্টাল বন্ধ রাখা হয়েছে। কিন্তু এই প্রথম টানা চার দিন বন্ধ থাকছে রেজিস্ট্রি ম‌্যারেজ।