এবার থেকে সরকারি চাকরিজীবী মহিলাদের পেনশন নমিনি ক্ষেত্রে পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এতদিন পর্যন্ত বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তাঁদের অবর্তমানে স্বামীকেই মনোনীত করতে পারতেন। কিন্তু এবার থেকে তাঁর পরিবর্তে সন্তানদেরও মনোনীত করতে পারবেন মহিলারা।
কেন্দ্রের সিভিল সার্ভিস পেনশন রুল অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের মৃত্যুর পরেও পেনশন দেওয়া হয়। কিন্তু সেক্ষেত্রে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তাঁর স্বামীই পেনশন পাওয়ার অধিকার ছিল। এবার থেকে সেই নিয়মের পরিবর্তন হতে চলেছে। এবার থেকে মহিলা কর্মীরা তাঁদের সন্তানের নামও পেনশনের জন্য মনোনীত করতে পারবেন।
পেনশন এবং পেনশনারর্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। যেখানে বলা হয়েছে, এক বা একাধিক সন্তানকে কেন্দ্রীয় সরকারের ফ্যামিলি পেনশনের জন্য মনোনীত করতে পারবেন।






































































































































