ইস্ট-মোহনের অভিযোগেই শিলমোহর কল্যাণের, রেফারির মান বাড়াতে উদ্যোগ AIFF-এর

0
3

ভারতীয় ফুটবলে রেফারির মান নিয়ে বেশ কয়েকদিন ধরে উঠছে ইতিমধ্যে কলকাতার দুই বড় ক্লাব মোহনবাগান সুপার জায়েন্ট এবং ইস্টবেঙ্গল চিঠি দিয়েছে এআইএফএফকেপে।যা পেয়ে নড়েচড়ে বসছে ভারতের ফুটবল ফেডারেশন। বছরের প্রথম দিনেই এআইএফএফ সভাপতি রেফারিদের কড়া সতর্কবার্তা দিয়ে রাখলেন।

এখনও পর্যন্ত আইএসএল ও আই লিগ মিলিয়ে মোট ২৪টি অভিযোগ জমা পড়েছে রেফারির সিদ্ধান্ত নিয়ে। ফলে ম্যাচ অফিশিয়ালদের মান নিয়ে প্রশ্ন উঠছে। তৎপর হয়ে রিভিউ মিটিংও করেছেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। এই নিয়ে ক্লাব ও সমর্থকদের পাশে দাঁড়িয়ে এআইএফএফ সভাপতি বলেন, ‘এখন সারা বছর প্রচুর টুর্নামেন্ট হয়। আমরা ভাগ্যবান, লাখো সমর্থক রয়েছে। প্রশাসক হিসেবে আমাদেরও ভুল কমাতে হবে। তাই মানুষ মাত্রই ভুল হয়, এই তত্ত্ব আগলে রাখলে চলবে না। বেশির ভাগ ভিডিওতেই দেখেছি, কিছু সিদ্ধান্তে ক্লাব-প্লেয়ার এবং লিগের ক্ষতি হচ্ছে। সমর্থকদের আবেগকে সম্মান দিয়ে এই বিষয়গুলোয় নজর দিতে হবে।’

রবিবার যে ভার্চুয়াল বৈঠক ডেকেছিলেন কল্যাণ, সেখানে রেফারিদের নিয়ে আলোচনা হয়েছে। আইএসএলের সাতটি ও আইলিগের চারটি ম্যাচে ভিডিও খতিয়ে দেখা হয়েছে। বৈঠকে কল্যাণ ছাড়াও ফেডারেশনের প্রায় সব আধিকারিকেরা ছিলেন। তাছাড়া আইএসএলে ম্যাচ খেলানো ১২ জন রেফারিও বৈঠকে ছিলেন। প্রায় ৪ ঘণ্টা ধরে হয়েছে বৈঠক। প্যানেলের সদস্যদের সামনে ভিডিও ক্লিপিংস দেখার পর এই অভিযোগগুলোর বিষয়ে তাঁদের বক্তব্য শুনেছেন ফেডারেশন সভাপতি। সব দেখে উদ্বেগও প্রকাশ করেন সভাপতি। তিনি বলেন, “এই মরশুমে রেফারির সিদ্ধান্ত নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ বেড়েই চলেছে। ক্লাবগুলি তাদের অভিযোগের সঙ্গে প্রমাণ হিসাবে ভিডিও ক্লিপিংস পাঠিয়েছে।”পাশাপাশি তিনি আরও বলেন, “আমরা ভাগ্যবান, কোটি কোটি মানুষের মধ্যে ফুটবলকে ছড়িয়ে দিতে পেরেছি। এখন আর আগের মতো ৭-৯ মাসের মরশুম চলে না। সারা বছরই ফুটবল মরশুম চলে। সঙ্গে দেশের প্রতিটি প্রান্তেই ছড়িয়ে দিতে পেরেছি ফুটবলকে। আমাদের দায়বদ্ধতার কারণেই নতুন বছরের প্রাক্কালেও চারঘণ্টা ধরে এই বিষয়ে রিভিউ বৈঠক করে চলেছি। ফেডারেশন রেফারি উন্নয়ন ও তাদের পরিকাঠামো উন্নয়নে লগ্নি করেছে গত বছরই। গত বছরই তৈরি করা হয়েছে ডেভলপমেন্ট রেফারি প্রোগ্রাম। আমাদের ত্রুটিগুলো দ্রুততার সঙ্গে আরও কমিয়ে ফেলতে হবে।”

আরও পড়ুন-নিজেরাই কমিটি চালাবেন,কেন্দ্রের নির্দেশ না, জানালেন সংস্থার নতুন সভাপতি