রাজ্যের নয়া স্বরাষ্ট্রসচিব হলেন নন্দিনী, রবিবারই দায়িত্ব গ্রহণ মুখ্য ও স্বরাষ্ট্রসচিবের

0
1

রাজ্যের মুখ্যসচিব পদে বি পি গোপালিকার নাম আগেই জানা গিয়েছিল। রবিবার, রাজ্যের স্বরাষ্ট্রসচিবের নামও ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব হলেন পর্যটন দফতরের বিশেষ সচিব নন্দিনী চক্রবর্তী (Nandidni Chankraborty)। রবিবারই তিনি দ্বায়িত্বভার গ্রহণ করেন। একই সঙ্গে এদিন দায়িত্ব নেন নবনিযুক্ত মুখ্যসচিব বিপি গোপালিকাও (BP Gopalika)। নবান্নে তাঁদের ফুলের স্তবক দিয়ে স্বাগত জানান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সদ্য প্রাক্তন মুখ্যসচিব দ্বিবেদীকে মুখ্যমন্ত্রীর আর্থিক উপদেষ্টা নিযুক্ত করা হয়েছে।

ছমাস আগেই অবসর নেন হরিকৃষ্ণ দ্বিবেদী। এতদিন অতিরিক্ত মেয়াদে ছিলেন তিনি। বুধবার বছরের শেষ মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্রসচিব গোপালিকাকে মুখ্যসচিবের দায়িত্ব নিতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তখন থেকেই স্বরাষ্ট্রসচিব কে হবেন- তা নিয়ে জল্পনা চলেছিল। বেশ কয়েকজনের নামের প্রস্তাব ছিল বলে নবান্নে সূত্রে খবর। শেষ পর্যন্ত এক সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন বলে পরিচিত নন্দিনীর (Nandidni Chankraborty) নামেই সিলমোহর পড়ে। ২০২১ থেকে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের পদে ছিলেন বিপি গোপালিকা। তার আগে ১৯৮৯ ব্যাচের আইএএস আধিকারিক প্রাণীসম্পদ, পরিবহণ দফতরের দায়িত্ব সামলেছেন। ২০২৪ সালের ৩১ মে গোপালিকার অবসর নেওয়ার কথা।

১৯৯৪ ব্যাচের অত্যন্ত দক্ষ আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তী। রাজ্যের অনেক গুরুত্বপূর্ণ দফতরের প্রশাসনিক দায়িত্ব সামলেছেন। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে নন্দিনী শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর ও তথ্য সংস্কৃতি দফতরের সচিবের মতো গুরুদায়িত্ব একসঙ্গে সামলান। এরপরে তাঁকে পাঠানো হয় স্টেট গেজেটিয়ারের এডিটর পদে। সেখান থেকে সুন্দরবন উন্নয়নে। তার পরে প্রেসিডেন্সি ডিভিশনে। সেখান থেকে রাজভবনে রাজ্যপালের প্রধান সচিব। সেখান থেকে পর্যটন দফতরে বিশেষ সচিব করা হয় নন্দিনীকে। এবার স্বরাষ্ট্রসচিব হলেন তিনি।

অন্যদিকে সদ্য প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে মুখ্যমন্ত্রীর আর্থিক উপদেষ্টা নিযুক্ত করা হয়েছে।আগামী তিন বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ করা হয়েছে। অর্থ দফতরের সচিব হিসেবে তাঁর দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগাতে তাঁকে মুখ্যমন্ত্রীর আর্থিক উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হল বলে প্রশাসনিক সূত্রে খবর।