বর্ষশেষের দিন হুমকি ফোন ঘিরে আতঙ্ক বাণিজ্যনগরীতে। রবিবার নববর্ষের (New Year) উদযাপনের আবহে মুম্বাইতে (Mumbai) ফের হামলার জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, এদিন পুলিশকে (Police) ফোন করে মাত্র ৬ শব্দ বলেই ফোন রেখে দেয় অজ্ঞাতপরিচয় ব্যক্তি। আর তাতেই তোলপাড় পড়ে গিয়েছে।

সূত্রের খবর, শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ মুম্বই পুলিশের কন্ট্রোলরুমে একটি উড়ো ফোন আসে। ফোন ধরলে ও পার থেকে ভেসে আসে ছ’টি শব্দ— ‘‘মুম্বইয়ে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ হতে চলেছে।’’ এই ক’টি কথা বলেই ফোন কেটে দেওয়া হয়। উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তের মতো বর্ষশেষের আনন্দে মেতে উঠেছেন মুম্বইবাসী। শহরের নানা প্রান্তে নানা অনুষ্ঠান, উদ্যাপন লেগেই আছে। রাস্তাঘাটে ভিড়ও চোখে পড়ার মতো। এই সময়ে বিস্ফোরণ হলে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। তাই অজ্ঞাতপরিচয় ব্যক্তির ফোন উপেক্ষা করেনি পুলিশ। সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি। বোমার খোঁজে নিকটবর্তী এলাকায় চিরুনিতল্লাশি চালান আধিকারিকেরা। তবে এখনও পর্যন্ত কোথাও সন্দেহজনক তেমন কিছু পাওয়া যায়নি।

তবে নববর্ষের আগে একেবারেই একেবারেই ঝুঁকি নিতে চাইছে না মুম্বাই পুলিশ। তাই শহর জুড়ে আরও জোরদার করা হয়েছে নিরাপত্তা। কড়া নজরদারির বন্দোবস্ত করা হয়েছে বাণিজ্যনগরীর একাধিক প্রান্তে অলিগলিতে।









































































































































