ইজরায়েলি গুপ্তচর সন্দেহে এক মহিলা সহ চারজনকে ফাঁসিতে ঝোলালো ইরান প্রশাসন। শুক্রবার এই তথ্য প্রকাশ্যে এনেছে ইরানের সংবাদ সংস্থা ‘মিজান’। যে চারজনকে ফাঁসি দেওয়া হয়েছে তারা হলেন, বাফা হানারেহ, আরাম ওমারি, রহমান পারহাজো ও নাসিম নামাজি। অভিযোগ, এই চারজন ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত ছিল।
ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের বিচার বিভাগের প্রধান কর্মকর্তা নাসের আতাবাতি জানিয়েছেন, ওই ৪ অপরাধী ইরানের গোপন তথ্য ফাঁস করার পরিবর্তে মোসাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছে। মোসাদ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কলে তাদের যোগাযোগ হতো। তাঁরা নিজ প্রদেশের পাশাপাশি তেহরান এবং দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে নাশকতামূলক তৎপরতা চালিয়েছে। এই অপরাধে ২০২২ সালের অক্টোবরে তাঁদেরকে আটক করা। বিচারে তাদের ফাঁসির সাজা শোনানো হয়।
উল্লেখ্য, ইজরায়েলকে স্বীকৃতি দেয়নি ইরান। দুই দেশ দীর্ঘদিন ধরে একে অপরের বিরুদ্ধে ছায়াযুদ্ধে লিপ্ত রয়েছে। ১৬ ডিসেম্বর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বেলুচিস্তানে মোসাদের হয়ে কাজ করার জন্য দোষী সাব্যস্ত হওয়া এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এর আগে, ২০২২ সালের ডিসেম্বরে চারজনকে ফাঁসি দেয় ইরান। তাদেরকে ইজরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটাস গ্রুপ জানায়, চলতি বছর ইরানে ছয় শতাধিক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। গত আট বছরের মধ্যে এটি সর্বোচ্চ। এর আগে ২০১৫ সালে ইরানে ৯৭২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা করা হয়।