আকাশ ছেড়ে ব্রিজে আটকালো বিমান! বিরল কাণ্ডে ব্যতিব্যস্ত বিহার

0
9

জাহাজ জলে ভাসে, বিমান আকাশে ওড়ে। আর বাকি যান সবই স্থলভাগে বিচরণ করে। কিন্তু হঠাৎ করে আকাশের বিমান যদি ব্রিজে (Plane stuck under bridge in Bihar) আটকে যায় তাহলে তো বিস্ময় প্রকাশ করতে হয় বৈকি। এমন কাণ্ডই ঘটেছে বিহারের মোতিহারি এলাকায় (Motihari, Bihar)। দৈনন্দিন যানজটে ভরা ব্যস্ত রাস্তায় আচমকা জায়গা জুড়ে দাঁড়িয়ে পড়ল বিমান। রীতিমতো হতবাক পথযাত্রীরা। ব্যস্ত রাস্তায় অন্যান্য যানবাহনের মাঝে বেমানান সেতুর নিচে আটকে পড়া বিমান দেখতে তাই উপচে পড়েছিল ভিড়। সূত্রের খবর অনেক কসরৎ করে বিমানটিকে রাস্তা থেকে সরানো গেছে।

ব্রিজের নিচে বিমান আটকে পড়ায় এর বিভিন্ন অংশ ভেঙে গেছে।ট্রাক চালক এবং স্থানীয় বাসিন্দাদের সাহায্যে দীর্ঘ প্রচেষ্টার পর বিমানটিকে রাস্তার উপর থেকে সরানো হয়। কিন্তু এমন কাণ্ড ঘটল কী করে? তাহলে কি প্লেন দুর্ঘটনার ফলে বিমানটি ব্রিজের নিচে আটকে গেছিল? আজ্ঞে না। আসলে ওই বিমানটিকে সড়কপথে মুম্বই থেকে আসামে নিয়ে যাওয়া হচ্ছিল। একটি ট্রাকের লম্বা পাটাতনের উপর বিমানটি রাখা হয়েছিল। মোতিহারির পিপরাকোঠি ব্রিজের নিচে দিয়ে যাওয়ার সময় বিমানটি আটকে যায়। তারপরই হুলুস্থল কাণ্ড!