চাকরির সুযোগ তৈরি করে দিচ্ছে রাজ্য সরকার। নবান্নের তরফে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরির জন্য মা-মাটি-মানুষের সরকার প্রশিক্ষণের ব্যবস্থা করছে। গ্রুপ সি-গ্রুপ ডি ও এ ধরনের অন্যান্য চাকরির প্রতি নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ সরকারের। সেই কারণেই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে রাজ্যের তরফে। নতুন বছরের শুরু থেকেই চালু হবে প্রশিক্ষণ ব্যবস্থা।

তফশিলি-সহ পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রার্থীদের সাহায্যের জন্যই নয়া পদক্ষেপ নিল তৃণমূল সরকার। উচ্চশিক্ষা সুনিশ্চিত করার পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থা করে নিয়োগের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। পড়ুয়ারা একাদশ শ্রেণিতে উঠেই প্রশিক্ষণ কোর্সের জন্য আবেদন করতে পারবেন। প্রথম বছরে প্রায় দু’হাজার প্রার্থী এই সুযোগ পাবেন। প্রশিক্ষণের জন্য বিশেষ সংস্থাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। অভিজ্ঞ শিক্ষকের কাছে প্রশিক্ষণ নিতে পারবেন প্রার্থীরা।

তবে এবারই প্রথম নয়, এর আগেও রাজ্যের উদ্যোগে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। সেবার প্রায় ২৮০০ জনের বেশি প্রার্থী প্রশিক্ষণ নিয়েছিলেন। তাঁদের মধ্যে ২২০০ প্রার্থী নাম করা প্রতিষ্ঠানে সুযোগ পেয়েছেন।
আরও পড়ুন:গেমিং অ্যাপ কা.ণ্ডে এবার নিউটাউনে ধৃ.ত ২










































































































































