দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে দলের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করল আওয়ামী লিগ। ডিজিটাল বাংলাদেশের পর এবার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে দলের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করলেন টানা তিনবারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লিগ সভানেত্রী শেখ হাসিনা।এবারের ইস্তেহারে দুর্নীতি প্রতিরোধে বিশেষ পদক্ষেপ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আর্থিক খাতের সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ডিজিটাল বাংলাদেশ গঠনের রূপরেখা সংবলিত ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লিগের ইস্তেহারের স্লোগান ছিল ‘দিন বদলের সনদ’।

এরপর ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে ছিল ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’। ২০১৮ সালে একাদশ নির্বাচনে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলটির ইস্তেহারে স্লোগান ছিল, ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’।
আওয়ামী লিগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাককে আহ্বায়ক করে গত ২৮ সেপ্টেম্বর থেকে কাজ শুরু করে ২৫ সদস্যের ইস্তেহার প্রণয়ন কমিটি। কমিটির তৈরি খসড়া থেকে আওয়ামী লিগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনায় তৈরি হয়েছে- চূড়ান্ত ইস্তেহার।


 
 
 
 

































































































































