জানুয়ারির প্রথমেই নিয়োগ মামলার অগ্রগতি নিয়ে রিপোর্ট পেশ করতে পারে সিবিআই

0
1

নিয়োগ মামলায় কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিক নিয়োগকাণ্ডে ফের সক্রিয় সিবিআই।গত বছর সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।সেই ঘটনায় তদন্ত নেমে একের পর এক হেভিওয়েট নেতা, আধিকারিকদের গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে তদন্তের অগ্রগতি নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।দ্রুত এই মামলার নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। সেই নির্দেশ অনুযায়ী কলকাতা হাই কোর্ট বিশেষ বেঞ্চও তৈরি করে দেয়।

জানা গিয়েছে, অবশেষে তদন্তের শেষ পর্যায়ে এসে পড়েছে সিবিআই। এপর নেপথ্যে কারা তা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ আদালত।সেই প্রশ্নের উত্তরে দুটি আলাদা খসড়া তালিকা প্রস্তুত করে ফেলেছে সিবিআই। আর সেই তালিকায় এবার সামনে আসার সম্ভাবনা আরও এক প্রভাবশালীর নাম।জানা গিয়েছে, সিবিআই-এর দুটি তালিকার মধ্যে একটি তালিকায় মূল কারিগরদের নাম থাকছে এবং অন্য তালিকায় এজেন্ট ও সংযোগকারীদের নাম থাকছে।

এজেন্টদের তালিকায় যাদের নাম রয়েছে তাদের অনেকের নাম এর আগেও আদালতে জানিয়েছে সিবিআই।নতুন তালিকায় আর কাদের নাম থাকবে তা নিয়েই জল্পনা শুরু হয়েছে।আসলে নিয়োগ মামলায় তদন্তের অগ্রগতি রিপোর্ট দেখতে চেয়েছেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।সেই নির্দেশ মেনে জানুয়ারির প্রথম সপ্তাহে রিপোর্ট পেশ করতে পারে সিবিআই।