লোকসভা নির্বাচনের আগে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রামমন্দির। রামলালা প্রতিষ্ঠার আগে এই ইস্যুতে শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী শিবির। সেই তালিকায় এবার যোগ হলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। কড়া সুরে জানালেন এই মন্দির নিয়ে রাজনীতি করছে বিজেপি।
রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়নি এনসিপি প্রধান শরদ পাওয়ারকে। এই ঘটনায় এনসিপি। দলীয় সূত্রের দাবি, মন্দির উদ্বোধনে ৬ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু সেখানে পাওয়ারের মতো সিনিয়র নেতা আমন্ত্রণ পাননি। এই ঘটনায় দলের অন্দরে অসন্তোষ প্রকাশ করেছেন পাওয়ার। এপ্রসঙ্গে পাওয়ার বলেন, “রামমন্দির তৈরি হচ্ছে দেখে আমাদের ভালো লাগছে। বহু মানুষের বহু অবদান এতে রয়েছে। কিন্তু বুঝতে পারছি না মন্দির উদ্বোধন নিয়ে বিজেপি (BJP) ইচ্ছাকৃতভাবে রাজনীতি করছে কিনা। নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে চাইছে কিনা।” এনসিপি সুপ্রিমো এদিন জানিয়েছেন, ধর্মস্থানে যেতে তিনিও পছন্দ করেন। ২-৩টি ধর্মস্থানে গোপনে যানও। তবে সবটাই গোপনীয়। এসব নিয়ে রাজনীতি ঠিক নয়।
উল্লেখ্য, ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে উদ্বোধন হবে রামমন্দিরের। ওই অনুষ্ঠানে একাধিক বিরোধী নেতাও আমন্ত্রিত। সেই তালিকায় সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির পাশাপাশি রয়েছেন কংগ্রেসের সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অধীর চৌধুরীরা। যদিও এই অনুষ্ঠানে যাবেন না বলে আগেই জানিয়েছেন সীতারাম। সোনিয়ারা যাবেন কিনা সে বিষয়ে এখনও কিছু জানাননি। এবার আমন্ত্রণ না পেয়ে বিজেপির বিরুদ্ধে সরব হলেন পাওয়ার।